sumanasya
12 July 2023
আমার হাতের বাইরে দিয়ে, আঙুলের ফাঁকের ভিতর দিয়ে তিরতির করে বয়ে যাচ্ছে সময়।
বয়ে যেতে যেতে, সময় আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এরপর কি বল তো?
সুখ, না দু:খ, না ভয়?
আমি সময়কে বললাম,
আমার হাতের দশ আঙুলের মধ্যে আটটা ফাঁক, তাই দিয়ে বয়ে যাও.... বাকি দুদিক খোলা অসীমে.... কোনো ফাঁক নেই... একদিন মনে পড়বে আমায়..... ভুলে যাবে কি কি নিয়ে এসেছিলে... সুখ, দুঃখ, ভয়.. কিচ্ছু নেই সেদিন... ফাঁকা সমুদ্রতীর.... শূন্য খোল ঝিনুক.... মনে পড়বে দশ আঙুলের মধ্যে আটটা ফাঁক দিয়ে বয়ে গিয়েছিল, অসীম স্রোতে..... অবাধ...