Skip to main content

- শুনেছেন, আজ আমাদের বিশেষ গর্বের দিন

- কেন বলুন তো?
- আরে মশায়, আরেকজন বাঙালি নোবেল পেল, অর্থনীতিতে।
- বাহ্, কি গবেষণাটা কি নিয়ে?
- ওই গরীবদের নিয়ে কি সব গবেষণা করেছেন
- আচ্ছা
- বাহ! আপনার উচ্ছ্বাস নেই?
- কেন?
- বাহ রে, একজন বাঙালি...
- হুম ভারতের একজন পেয়েছেন, এ অবশ্যই আনন্দের।
- মানে কি?
- আপনি সিভি রামণের কথা যখন বলেন, কি বলেন, একজন তামিলিয়ান নোবেল পেল?
- না, ভারতীয়...
- তবে?
- আরে, আমাদের জাত্যাভিমান থাকবে না?
- উনি কি বাঙলা ভাষা নিয়ে চর্চা করে নোবেল পেয়েছেন? যেমন ধরুন সাহিত্যে পেলে বলা হয়, অমুক ভাষায় লিখে নোবেল পেয়েছেন, যেমন হালে একজন সদ্য পোলিশ ভাষায় লিখে পেয়েছেন, আরেকজন অস্ট্রিয়ান ভাষায়, তেমন আরকি। তা উনি কি...
- থাক থাক, বুঝেছি, না, উনি আমাদের ভাষায়...
- আসলে কথাটা ভাষা নয়, বিষয়। কি বিষয়ে পেলেন। বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদিতে ভূগোলের থেকে বড় বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া, বুঝলেন...গর্বটা সেই দিক থেকে হলে খাঁটি হয়, নইলে শুধুমাত্র বাঙলা পদবীর অহঙ্কার খুব বড় কথা কি?
- আঁতলামি হয়ে যাচ্ছে না একটু?
- হচ্ছে, হ্যাংলামির চাইতে আমি অন্তত সেটাকে একটু উন্নত বলেই মনে করি...শুধু গর্ব করার প্রবৃত্তিটাকে উস্কে দেওয়ার একটা রসদ পেলেই ঝাঁপাতে হবে...তারপর রাস্তাঘাট আটকে কোটি টাকার দুর্গাপুজোর প্যাণ্ডেল বানিয়ে নিজেদের অর্থনৈতিক আর সমাজ সচেতনতার শ্রাদ্ধ কর‍তে হবে, এ দুটো কি একসাথে যায় দাদা?
- আপনাকে এসব বলতে আসাই ঘাট হয়েছিল...
- হত না, যদি ভারতীয় নোবেল পেয়েছেন বলতেন, কিম্বা যদি শুধু নোবেলজয়ী বাঙালিদের তালিকা বানান তবে মুহাম্মদ ইউনূসের নামটাও যোগ করতেন।
- ছাড়ুন... আর সৌরভের কেসটা...
- স্যার প্লিজ... নোবেলের সাথে এটাকে গোলাবেন না..