Skip to main content
যে ধরণের পোশাক পরা মানুষকে আপনি বলতে নিজের পোশাকের গায়ে লাগে-
তেমন মানুষ আমার চারদিকে।
যে ধরণের মানুষের অসহায়তায় করুণা করতে করুনার অপচয় মনে হয়-
তাদের আমি রোজ দেখি।
ওরা আসে আমার দরজায় এটা ওটা বিক্রি করতে বা সাহায্য চাইতে।
ইচ্ছা হলে দিই, না 
হলে না।
ওরা যে কি অতিরিক্ত!
কুকুর গরুর থেকেও বেহিসাবি অস্তিত্ব।
ওরা আমার নিত্য জীবনে নেই,তাই আছে আমার সিনেমায়,গদ্যে, প্রবন্ধে।
ওদের চোখের জল আমার কাছে অভিনয়
ওদের হাসি লাগে আদিখ্যেতা।
ওদের ভালবাসা আমার কাছে মতলব।
ওদের প্রয়োজন আমার কাছে বিলাসিতা।
ওদের চুরি আমার কাছে সত্য।
ওদের নীচুতা আমার বিশ্বাস্য।
 
তবু ওরা আছে। 
ভাগাড়ে, বস্তিতে, স্টেশানে, মন্দিরের সামনে... 
জানি।
কিন্তু?

Category