Skip to main content



সব মেলে না তো!
তাতে কি?
কিছু তো মিলেছে
হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসেছি তো!
ফিরে যাব?
না, ফিরব কেন?
ফেরার কথা ভেবো না
কুয়াশায় ঘেরা সকালই শেষ কথা বলে না
রোদ উঠবেই
কুয়াশাও বাঁচবে না নইলে


যেটা রাস্তার শেষ ভাবছিলে
এগিয়ে গিয়ে দেখো, ওটা একটা বাঁক মাত্র
ও দিকে ফিরলে এ দিকটাও হবে আড়াল
এ ভাবেই মানুষ চলতে পারে
কিছুকে আড়াল রেখে পিছনে
কিছুকে সামনে রেখে খোলা
নইলে চলা হয়ে ওঠে ঘোরা



(ছবিঃ সুমন দাস)

Category