সৌরভ ভট্টাচার্য 11 April 2015 আমার শরীরে-বুকে স্মৃতির নদী শাখা-প্রশাখায় প্রাণের শিকড় ছুঁয়ে গেছে কোন শাখাতে কখন লাগে ঢেউ সে খবর কি তার নিজের কাছেই আছে? আমি যদি এ বলি, এসব কথা ভুলেই আমি ছিলাম সে বলে হেসে ভোলো নি তুমি, সে কথা জানিয়ে গেলাম। Category উপপত্র Log in or register to post comments2 views