Skip to main content

এতবড় খাদ দেখিনি, যেখানে মানুষকে
চিরকালের জন্য কবর দেওয়া যায়

সে উঠেছে।

এত স্থায়ী সিংহাসন দেখিনি যেখানে অহংকারকে
চিরস্থায়ী আসন দেওয়া যায়

সে নেমেছে।

এত মূল্যবান পার্থিব সম্পদ দেখিনি
যা কাড়লে মানুষ পুরো হারিয়ে যায়

সে জেগেছে।

 

Category