সৌরভ ভট্টাচার্য
2 November 2014
সকাল বেলা কলিংবেল বাজল।
দরজা খুলে দেখি, একরাশ অন্ধকার নিয়ে
সন্ধ্যে দাঁড়িয়ে দোর গোড়ায়।
অবাক হয়ে বললাম,"এখন?! কে পাঠালো?"
সে বলল, "ভাগ্য"।
তাকে বসার ঘরে বসালাম,
আর কোল্ড-ড্রিংক্স আনতে গেলাম।
ফিরে এসে দেখি, সে নেই!
এঘর ওঘর খুঁজলাম,
পেলাম শোয়ার ঘরে।
বিরক্ত আর হতবাক হয়ে বললাম
"এ ঘর চিনলে কি করে?
আর ঢুকতেই বা কে বলল?"
সে শান্ত গলায় বলল,
"তোমার নিয়তি"।