সৌরভ ভট্টাচার্য
21 March 2015
চোখের সামনে
এক
এক করে
সব শেষ হচ্ছে
নিরুপায় সাক্ষী আমি-
কেউ বলছে না,"এসো শুরু করি"
সবাই ব্যস্ত
ভাঙতে, নাড়িয়ে দিতে ভিত
কেউ দেখছে স্বার্থ, কেউ পাচ্ছে ভয়
কেউ বিভ্রান্ত
আমি থাকতে চাইনা এ ধ্বংস লীলায়
তবু আমাকেও
থেকে যেতে হচ্ছে, দেখে যেতে হচ্ছে
এটাই কি নিয়তি?