সৌরভ ভট্টাচার্য
3 May 2018
১
====
নিভৃত জীবন
গোপনীয় নয়
একান্ত ব্যক্তিগত
২
====
তোমার নিজস্ব হারিয়ে যাওয়ার ঠিকানা আছে
আমারও আছে
তবু আমরা আকাশ, মাটি, জল, আলো ভাগ করে নিয়েছি
তবু আমরা আয়ুষ্কাল ভাগ করে নিয়েছি ভালোবাসার দাবী মেনে
তবু আমরা মৃত্যুর সামনে নিজেদের অসহায়তা মাদুরের মত বিছিয়ে বসেছি
হাতের আঙুলে আঙুল রেখে
আমাদের ব্যক্তিগত জীবনের সীমানায়
প্রহরী বসাইনি
একটা পথ নিঃসঙ্কোচে মিশিয়েছি চৌরাস্তার মোড়ে
তবু আসা-যাওয়ার মাঝে খানিক বিরতিও রেখেছি