সৌরভ ভট্টাচার্য
23 May 2015
আমি নীলাকাশ ভালোবাসি। সবুজ মাঠ ভালবাসি। দিগন্তে মনকে বিলীন করতে ভালবাসি।
এরকম আরো অনেক কিছু ভালোবাসি। কিন্তু নির্ভর করি কি এগুলোর ওপর? না। নির্ভর করি মাটির উপর, যে নীরবে আজন্ম আমার ভার বহন করে চলেছে। এমনকি তাতে কম্পন ধরলেও হুমড়ি খেয়ে পড়তে হয় তারই বুকের ওপর। আবার ঘরও বাঁধতে হয় তারই বুকে।
সংসারে ভালোবাসা আর নির্ভরতা - এ দুটো এমন অঙ্গাঙ্গীভাবে অনেক ক্ষেত্রে জড়িয়ে থাকে যে দুটোকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
তবু মাঝেমধ্যে নিজেকে প্রশ্ন করতেই হয়, যাকে ভালোবাসি তারই ওপর কি নির্ভরও করি?
অনেক সময়ই ভালোবাসার রঙীন কুয়াশায় একান্ত নির্ভর করার মানুষটাকে ঢাকা থাকতে দেখেছি।
প্রতিকূল পরিবেশে আসলে দেখেছি - কুয়াশা কী ভাবে কাটে, আর নির্ভরতাটা কত ঘনিষ্ঠ হয়ে আগলে রাখে।