Skip to main content

ভক্ত শুনিয়াছে
  মহাকাল, দিয়া আপন মন্দিরে দ্বার
        বসিয়াছেন তপস্যায়

ভক্ত চিত্ত ধৈরয না মানে
   উৎসুক নয়নে চাহি দ্বার পানে
           প্রভুর করুণ দৃষ্টিভিক্ষা অপেক্ষায়

হেনকালে, সহসা কাহার কণ্ঠস্বর
         মরমে উপজিল তার
             কাঁপাইয়া হৃদি- কন্দর

বৎস, চিত্তের দ্বার রুধি
    যাহার প্রতীক্ষায় হইয়াছ অধীর
      সেই আমি, রহিয়াছি অনন্তকাল 
              উপেক্ষায় তব,
                     নিত্য শিব সুন্দর! 

(Samiran দা,
এ ক্ষুদ্র উপহার,
আপনার চিত্র লয়ে,
লঘু করিতে চাহি
আপন ঋণভার)

Category