সৌরভ ভট্টাচার্য
28 June 2022
মেঘলা আকাশ
তবু
"নির্ঘাত বৃষ্টি হবে"
শতাব্দী প্রাচীন
বটবৃক্ষ আর বলে না
মাটির আপূর্যমাণ
জলের তৃষ্ণাকে উপেক্ষা করে
প্রতিশ্রুতি ভেঙে
উঠেছে রোদ
দেখল তো কতবার
বটবৃক্ষ তাই
সজল বাতাসে
ঘাসের উচ্ছ্বাস দেখে
করুণ পল্লবে
দীর্ঘশ্বাস বিছিয়ে বলে
নিষ্ঠুর!
[ছবিঃ Aniket Ghosh]