সৌরভ ভট্টাচার্য
31 January 2015
সংসারের দিকে পিছন ফিরে
সিংহাসনের দিকে মুখ করে
ওনার তিরিশটা বছর কাটল
স্বামী পূত্র পূত্রবধূ পৌত্র সবাই আছে
শুধু উনি থাকলেন না
এত বছর ধরে উনি এত বড় সংসারের
দিকে পিছন ফিরেই কাটালেন
থেকেও না থেকে
সেদিন রাস্তায় যেতে যেতে আবার চোখ পড়ল
ওনার গারদ ঢাকা শীর্ণ শরীর
সিংহাসনের দিকে ফেরা
আনন্দহীন শুকনো মুখে বন্ধ দুটো চোখ
মনে হল, কি পেলেন উনি?
নাকি যা পেয়েছিলেন তা চাননি?
নিজেকে ব্যর্থ করে প্রতিশোধ তুলছেন
প্রতিদিন প্রেমহীন জীবনটাকে
বিধাতার সামনে বসিয়ে বসিয়ে
কত বসন্ত পেরিয়ে গেল
আজও সিংহাসন আর উনি মুখোমুখি বসে
নিস্প্রাণ, নিস্প্রেম, নিরুত্তাপ