সৌরভ ভট্টাচার্য
30 October 2014
তোর নগ্ন শরীরের পাশে আমার অসুখ
আমার জ্বর, আমার ঘোর, আমার প্রলাপ।
তোর নাভীর চারপাশে আমার চোখ
তাতে কাঁটা, তাতে জ্বালা।
তোর ঠোঁটের শীতল স্পর্শে
উষ্ণ আমার বুক, আমার মাথা।
খোলা শরীরে আছড়ে মত্ত হাওয়ার ঝড়
ঢেউয়ের পরে ঢেউ ঝাঁপিয়ে মাতাল
সারা শরীর বালি বালি আমার
শুনছি শূন্য ঝিনুকের খোলে নিশির ডাক,
অতলে নামছি আরো নামছি
নিষিদ্ধ শরীরে নিষিদ্ধ বারণ আজ,
তার ধারে ধারে ঘুমন্ত প্রহরীর দল
আমার অসুখ, গভীর অসুখ আজ।