Skip to main content
 
তুমি এলোপাথাড়ি গুলি চালালে 
বাঁচতাম হয়ত বা
   মরতেও পারতাম,
 
      অথবা আহত হতাম
 
তুমি একটা গুলিই ভরলে বন্দুকে
 
     তাই ধরা দিলাম