সৌরভ ভট্টাচার্য
25 November 2016
অর্গাজমে পৌঁছালে সবাই একা
শরীর থেকে মুখ ফিরিয়ে
তুষ জমা নীড়ের ভিতর ফিরে আসা
রাতের অন্ধকারে কয়েকটা জোনাকি
ওরা পথ দেখিয়ে নিয়ে চলেছে যুগযুগান্ত ধরে
তোমার আমার খিদেকে
ফ্রীজে রাখা বাসি মাংসের দিকে
রান্না না হলে বাসি হয় কিছু?
আগুনে পোড়া শরীর বাসি বহুদিন
আগুন আমরাই জ্বেলেছিলাম
না-প্রেম কাম অবশেষে একাই করে
বিপন্ন যোনি আর উন্মাদ পুরুষাঙ্গের
মাঝে ব্যবধান একটা বর্ষার সন্ধ্যের
মুষলধার বৃষ্টি মাথায় করে প্রেম আসেনি
শুধু জেগেছিল দুটো শরীর, অনাথের মত
কারণ,
অপ্রেম কাম অবশেষে একাই করে