সৌরভ ভট্টাচার্য
4 August 2018
মস্তিষ্ক থেকে দূরে থাকতে চাইছি খানিকক্ষণ
বুকের পাঁজরের উপর
শামুকের মত গুটিয়ে শুয়ে থাকতে চাইছি
হৃৎপিণ্ডটাকে পাশবালিশের মত জড়িয়ে
ওদের চুপ করতে বলো
আমি কিচ্ছু শুনছি না
কিচ্ছু দেখছি না
আমার স্বপ্নে বৃষ্টিস্নাত গোধূলির আকাশ
জানলার শার্সিতে
এখনও কয়েক বিন্দু নিম্নমুখী জল
আমি প্রেমে নির্বাসিত
নিজেকে ছেড়ে
নিজেতে ডুবে