সৌরভ ভট্টাচার্য
18 April 2015
দীঘির ধারে ডাকলে, মৃদু হাসির ইশারায়
বললে, নামো
আমি বললাম ভয়ে, সাঁতার জানি না যে!
বললে, তবু নামো
নামলাম
যত নামলাম শরীর হতে লাগল হাল্কা
মাঝ দীঘিতে দাঁড়িয়ে তুমি
চোখে তোমার দৃঢ় প্রত্যয়ের জ্যোতি
স্নেহের কিরণে মাখা
বললে, চিৎ হয়ে ভাসো
দু'হাত মেলো ডানে বাঁয়ে
মেললাম
এখন নীলাকাশে চোখ
সারা শরীর দীঘির জলে মগ্ন
কানে কানে বলে গেলে
এভাবেই ভাসো, না সরিয়ে চোখ
আমি বললাম, তুমি?
পাখির মত ডানা মেলে উড়ে গেল
আমার কণ্ঠস্বর
সাথে নিয়ে প্রশ্নটা ঠোঁটের কোনায়- তুমি?
সারা আকাশে প্রতিধ্বনিত হল
তুমি.... তুমি......তুমি.....