সৌরভ ভট্টাচার্য
4 June 2014
স্রোতের সাথে ভাসবি,
নাকি ডুব সাঁতারে তরবি।
এটা তোরই উপর।
বাইরে থেকে দেখবি,
নাকি ঘরের ভিতর ঢুকবি।
সেটা তোরই উপর।
নীরবে সব ভুলবি,
নাকি শান দিয়ে সব রাখবি।
ওটা তোরই উপর।
তোর নাগালে যা আছে
তা অনেক ভাবেই আছে,
তোর নাগালে যা নেই
সে কোনো ভাবেই নেই।
এটা বুঝবি কি না বুঝবি,
নাকি গোঁয়ার্তুমি করবি।
সেটাও তোরই উপর।
নাকি ডুব সাঁতারে তরবি।
এটা তোরই উপর।
বাইরে থেকে দেখবি,
নাকি ঘরের ভিতর ঢুকবি।
সেটা তোরই উপর।
নীরবে সব ভুলবি,
নাকি শান দিয়ে সব রাখবি।
ওটা তোরই উপর।
তোর নাগালে যা আছে
তা অনেক ভাবেই আছে,
তোর নাগালে যা নেই
সে কোনো ভাবেই নেই।
এটা বুঝবি কি না বুঝবি,
নাকি গোঁয়ার্তুমি করবি।
সেটাও তোরই উপর।