সৌরভ ভট্টাচার্য
24 April 2016
কাছের মানুষ আছে ক'জন
নিজের মানুষ নেই
নিজের মানুষ খুঁজতে গিয়ে
তোমায় পেলাম সেই
মনের মানুষ হয়ে এলে
নিজের মানুষ যে গো
ও মন ছাড় রে এবার দুনিয়াদারি
ভিতর ঘরটা গোছা না গো
ওরে মন তোর সকাল মিছে
সন্ধ্যে মিছে, মিছে তারার আলো
কাছের মানুষের আড়ালে যদি
নিজের মানুষ গেলো
নিজের মানুষ না চিনলে মন
বৃথাই আসা যাওয়া
কাছের লোকের বেড়াজালে
নিজেকে ফাঁকি দেওয়া
ওরে সকাল সন্ধ্যে প্রদীপ জ্বাল রে
বুকের দেউল তলে
সে যে এক ডাকেতেই মিলতে পারে
সে ডাক ডাকের মতন হলে
কাছের যারা কাছেই থাকুক
ওগো তুমি থাকো বুকে
মরণ আসলে দফারফা শেষ
সব ল্যাঠাই যাবে চুকে
পাড়ি দিবি সে অচিনপুরে
নিজের মানুষ নিয়ে
সে মনের মানুষ দিক চেনাবে
নামের সুধা দিয়ে