Skip to main content

তুমি পরিপূর্ণতাকে বলো সত্য
তুমি পরিপূর্ণতাকে বলো প্রেম
তুমি পরিপূর্ণতাকে বলো ঈশ্বর

আমি অসম্পূর্ণতাকেই বলি সত্য
আমি অসম্পূর্ণতাকেই বলি প্রেম 
আমি অসম্পূর্ণতাকেই বলি ঈশ্বর 

তোমারই শুধু যেন 
    কোথায় যাওয়ার তাড়া
কি একটা হওয়ার যেন
          পবিত্র জেদ

আমি তো এই
   আনমনে, 
       হাত পা ছড়িয়ে
          এখানেই আছি, 
      সমস্ত পবিত্র অপবিত্রতা ছাড়িয়ে

বোঝো না কেন
   বুদবুদ সমুদ্রকে পায়
       নিজেকে নিঃশেষে দিয়ে 

Category