সৌরভ ভট্টাচার্য
3 September 2021
তুমি পরিপূর্ণতাকে বলো সত্য
তুমি পরিপূর্ণতাকে বলো প্রেম
তুমি পরিপূর্ণতাকে বলো ঈশ্বর
আমি অসম্পূর্ণতাকেই বলি সত্য
আমি অসম্পূর্ণতাকেই বলি প্রেম
আমি অসম্পূর্ণতাকেই বলি ঈশ্বর
তোমারই শুধু যেন
কোথায় যাওয়ার তাড়া
কি একটা হওয়ার যেন
পবিত্র জেদ
আমি তো এই
আনমনে,
হাত পা ছড়িয়ে
এখানেই আছি,
সমস্ত পবিত্র অপবিত্রতা ছাড়িয়ে
বোঝো না কেন
বুদবুদ সমুদ্রকে পায়
নিজেকে নিঃশেষে দিয়ে