Skip to main content

আপনি আমার একটা একটা ভালোবাসার মুখে নুন দিয়েছেন শান্ত মস্তিষ্কে
    ঈশ্বর

আপনি আমার প্রতিবেশীর আর আমার বাড়ির মাঝে পাঁচিল তুলেছেন
    ঈশ্বর

আপনি জীবাণুর মত সংক্রামিত হয়ে অগুনতি মস্তিষ্কের পুষ্টিরসকে চুষে চুষে খেয়ে চলেছেন
    ঈশ্বর

আপনি যন্ত্রণাকে পূণ্যের লোভে, অভাবকে মহত্বের মোড়োকে
   বঞ্চনাকে ভাগ্যের নামে তোষণ করে আসছেন
   ঈশ্বর

সহজ বাঁচাকে দুর্বিষহ করে তুলেছেন আপনার বিধানে বিধানে
  ভয়ের গর্ভে জন্মানো অর্ঘ্যের আয়োজনে ধিক্কার লাগে না আপনার?
     কুণ্ঠিত হন না অসম লড়াই-এ? প্রেম!
কার হৃদয়ে? যে ব্যর্থ নিজের আদিম তাড়নায় মুখ লুকাতে বিবেক মুকুরে?
  শুচিবাই এর প্রেম তো মরীচিকায় পূর্ণস্নানের স্বপ্ন ঈশ্বর!

আমায় ক্ষমা করবেন,
    শিশুর মত বিশ্বাসের সারল্য আমার নেই
      থাকলে আপনার সুবিধা হত জানি
আমার জন্য সূচের ভিতর দিয়ে উট পাঠাবেন না আর প্লিজ
   বরং কিছু সাংগঠনিক কাজ করুন
       বড্ড পশুদের তাণ্ডব চারদিকে
          (তার বেশির ভাগ আপনারই খোঁয়াড়ের)

নিজেকে বাঁচান ঈশ্বর
   আপনি তো মরণশীল নন
       আমার মত

Category