সৌরভ ভট্টাচার্য
24 May 2014
কেমন আছো?
ফেসবুকে না, ওয়াটস অ্যাপে না।
কখোনো কি সময় করে
নিজের কাছে বসো?
বুঝতে পারি না।
বুকের মধ্যে বেঁচে আছো কি?
হিসাবী বাঁচা না।
গুলিয়ে ফেলো না।
দু:খ থাকুক - ক্ষোভ না।
হিসাব না মিলুক।
হাহাকার না।
প্রেম আসুক
অপেক্ষাই করি।
নাই বা আসুক
শূন্য বুক -
তবু আবর্জনা না ভরি।
নিজের পাশে
নিজেকে নিয়ে বসি।
ওরা সরিয়ে দেবে
জানি।
তার আগেই -
নিজেকে সরিয়ে রাখি।
ফেসবুকে না, ওয়াটস অ্যাপে না।
কখোনো কি সময় করে
নিজের কাছে বসো?
বুঝতে পারি না।
বুকের মধ্যে বেঁচে আছো কি?
হিসাবী বাঁচা না।
গুলিয়ে ফেলো না।
দু:খ থাকুক - ক্ষোভ না।
হিসাব না মিলুক।
হাহাকার না।
প্রেম আসুক
অপেক্ষাই করি।
নাই বা আসুক
শূন্য বুক -
তবু আবর্জনা না ভরি।
নিজের পাশে
নিজেকে নিয়ে বসি।
ওরা সরিয়ে দেবে
জানি।
তার আগেই -
নিজেকে সরিয়ে রাখি।