সৌরভ ভট্টাচার্য
29 January 2015
সারাদিনে অন্তত একটা জানলা নিজের জন্য খুলো
যে আকাশটা দেখতে চেয়েছিলে, পুরোটা না হোক তার খন্ডাংশই দেখো
সে জানলা দিয়ে একটু বাতাস আসুক
আর আসুক কিছুটা আলো
কিছু ধুলো আসুক না হয় ঝরাপাতা নিয়ে
কিছু অবসর হঠাৎ আসুক
বুকের ভিতর অচেনা পথ দিয়ে
কাজের প্রদীপ নিভল হাওয়ায়?
নিভুক সেটা, পরেই না হয় জ্বেলো
কিছু স্বপ্ন কোণের ঘরে চাদর পেতে
এখনি শুতে গেল
দোহাই তোমায়, একবারটি গিয়েই দেখো
পারো যদি কিছু স্বপ্ন আবার জাগিয়ে তুলো