Skip to main content
আমি খিদে বুঝি, তেষ্টা বুঝি
রাগ বুঝি, অভিমান বুঝি।
 
মাথা ঘোরা বুঝি, পেট ব্যাথা বুঝি
দুষ্টুমি বুঝি, জেদটাও বুঝি।
 
হিংসা বুঝি, আদরও বুঝি
ঝগড়া বুঝি, ল্যাং মারা বুঝি।
 
বুঝি না, বেহায়া নীচতা-
 
 
কে আনে ওকে-
ক্ষুদ্র স্বার্থ না ভীরুতা?

Category