Skip to main content
 
 
নিউজ চ্যানেলগুলো দেখে আশঙ্কা কচ্চি, তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হবেনি তো!... স্ক্রীণে মিউট করে চলবে তাঁর নাচ গানের দৃশ্য, আর শুভলক্ষী গাইবেন, মেরে তো গিরিধর গোপাল.... অবশ্যই শুধু তানপুরা সহযোগে... আসমুদ্রহিমাচল কেঁদে কেঁদে মুচ্ছা যাবে...
        ওরে আয় বাছারা, আমরা মেলা দিন স্বাধীন হয়েচি, আর সহ্য হচ্ছেনি... কেউ একটা এসে শাসন কর বাবারা... শক হুণ পাঠান মোগল ইংরেজ জার্মান আমেরিকান... হলিই হোলো... আরেকটা স্বাধীনতা যুদ্ধু না বাধালে এদের আর ঘুম ভাঙবে বলে মনে হতিসে না...