সৌরভ ভট্টাচার্য
13 December 2016
হয় তো হারিয়েছো
অস্বীকার করছি না
কিন্তু যে জানলো তুমি হারালে
যে জেনেছিল তুমি পেয়েছিলে
তাকে হারিয়েছো কি?
হারাওনি
তাকে হারানো যায় না
যে বোঝে তুমি বুঝেছো, অথবা বোঝোনি
তার কাছে একবার চটি খুলে যাও
দাঁড়াও শান্ত হয়ে।
দেখো সংসারে তোমার সত্যিকারের হারানোর কিছু নেই
এই হারানোর বোধটা ছাড়া,
কারণ, ওটা মিথ্যা কথা