বরং জনগণকেই বলো নীলকণ্ঠ
কৈলাসে নয়
বরং তাকিয়ে দেখো
আশেপাশে
দুর্নীতিতে, ভ্রষ্টাচারে
ক্রুশবিদ্ধ হতে হতে
যে ছেলেটা মেয়েটা
তবু রাস্তায় নামছে
ছুটছে,
স্বপ্নগুলোকে
ঝালমুড়ির তেলচিটে হওয়া
ঠোঙার মত
নিজের হাতেই দুমড়ে মুচড়ে
ছুঁড়ে ফেলে
রাস্তার ধারে
বিচার চাই!?
অবশ্য চাই
খবরের কাগজে পড়ে নেব
তার আগে চাই খাবার
তার আগে চাই মাথা গোঁজার জায়গা
ওষুধপত্র, বিলের পাহাড়
সামলে-সুমলে
একটু শ্বাস নেওয়ার জায়গা
রাজনীতি!
বুঝি, আবার বুঝিও না
সময় নেই
তলিয়ে দেখব
সময় কোথায়?
সূর্যর টানে ঘুরছে মাটি
নীলকণ্ঠের দল ঘুরছে
শরীর মনের লাঙল ঘাড়ে
জীবন চষছে
পুরোনো মাটি
আবাদ করেছে
অযুত-নিযুত লক্ষকোটি
মানুষ এরও আগে
একই ছন্দ
একই সুর
একই বিষাদ
একই টানে
ওরা কাজ করে!
ওরা শোষণ করে!
এই দুই দলে
আজ বলে নয়
ভাগাভাগি সেই আদিম কালের
নীলকণ্ঠ তবু জাগে
জনগণ নিয়ে
আদিম প্রাচীন
অত্যাধুনিক
জীবনস্রোতে
কোনো কোনোদিন
শঙ্খ বাজে!
প্রলয় আসে
নীলকন্ঠ ক্রমে
নটরাজ হয়
পায়ের চাপে
উল্কা ছোটে
তাণ্ডব আর গাণ্ডিব
মিলে
আকাশে বাতাসে
হুঙ্কার ওঠে!
ধর্ম!?
আবার জাগে
মানবধর্ম
সত্য বলো
সুপথে চলো
আবর্জনা সরিয়ে ফেলো
সব অন্যায়,
সব দুর্নীতি
ধাপ্পাবাজি
সব জুয়াচুরি
হাটিয়ে ফেলো
হাটিয়ে ফেলো
নীলকণ্ঠ যবে নটরাজ হয়
প্রলয় পথে
যুগান্তর আসে