Skip to main content

 

neel akash.jpg

 

এমনকি রাস্তায় মাঠঘাটে হেলায় পড়ে থাকা কাঁচের টুকরোতেও নীল আকাশ ভেসে থাকে কি অনায়াসে। দেখেছি তো।

অমন শুকনো খটখটে বাঁধানো ঘাটে ভাসল না আকাশ। যেই না দু'পশলা বৃষ্টি পড়ল। জমল এখানে সেখানে ছেঁড়া ছেঁড়া জল। ধরা দিল আকাশ। কি স্বচ্ছন্দে। দেখেছি তো।

সেদিন থেকে অভিমান গেছে, ভয় ভেঙেছে।অপূর্ণতা তোমার বাধা নয়, বাধা আমার অভিমান। শুষ্ক বাঁধানো ঘাটের মত।

 

(ছবি - গুগুল)