Skip to main content

ভালোবাসো 
তবে সবটুকু মন দিয়ে নয়


কিছুটা থাক
    নিজের জন্য


সে মনেও সে-ও আসুক
বন্ধু হয়ে
    প্রেম হয়ে নয় 


যদি তা পারো
ভালোবাসা কোনোদিন দমবন্ধ ঘর হবে না
খোলামেলা বাতাসে
    পরিচয় হবে নিত্যনতুন 
            নতুন নামে
                   নতুন ডাক নিয়ে

Category