Skip to main content

a01

 

নতুন বছর

নতুন বছর

আনলে তুমি কি?

এই দেখো না কেমন আমি সেজে বসেছি

 

নতুন বছর

নতুন বছর

কেকের উপর ক্রিম

স্কুলের মাঠে, বাড়ির ছাদে তাক ধিনাধিন ধিন

 

নতুন বছর

নতুন বছর

মোয়ার উপর কিসমিস

দুষ্টুমিতে আঙুলগুলো নেলপালিশে নিশপিশ

 

নতুন বছর

নতুন বছর

সবাই থাকুক ভালো

ক্যাডবেরি আর লাড্ডু এসে মুঠো করুক আলো

 

নতুন বছর

নতুন বছর

অনেক পড়াশোনা

অনলাইনে খালি আর ডাক পাঠিও না

 

নতুন বছর

নতুন বছর

টাটা আসি বাই

প্রণাম নিও, আদর নিও ভালো থেকো সব্বাই

 

(আমার বন্ধু আদিত্যর কন্যা, আরাধ্যা পাল।)

a02

a0

Category