Skip to main content

(নট ফর পাঁজি হিন্দুজ.....)
        তর্পণ করতে এবারেও গেলাম না। একে অত ভিড়। তায় খালিগায়ে গুচ্ছের লোকেদের পুরুতসমেত বগলের গন্ধ। কেমন একটা বিশ্রী ব্যাপার লাগে। তার উপর মনে একটা খটকা লাগল, আমার বেশ কিছু খ্রীষ্টান, মুসলমান, বৌদ্ধ, শিখ গুরুজন ছিলেন, যারা এই ধরাধামে নেই এখন, তাদের শুনলাম এই মন্ত্রে জল পৌঁছাবে না। তাই কনফিউজড হলুম। বোকা বানাচ্ছে না তো? হিন্দুদের আত্মা আর বৌদ্ধের অনাত্মা, শিখের আত্মা আর খৃষ্টানের আত্মা কি সব আলাদা আলাদা? ট্যাগ করা থাকে? তারপর পরলোকে সেই ট্যাগ অনুযায়ী মাল ডেসপ্যাচ হয়?
        যদি তর্পণ করতেই হয় গ্রাজ, শাটার, কঞ্জিউরিং এর ভূতগুলোর নামে করব। কি ভয় দেখায় মাইরি! দাঁত কপাটি লাগার জোগাড়। কিন্তু সে সদিচ্ছায় পুরুত নারাজ।
        আর মোদ্দা কথা, আমি মানতে রাজী নই আমার মা প্রেত হয়ে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন।আগে প্রমাণ করো পুরুতমশায় তবে শুনব, নইলে তোমার সামনে দাঁড়িয়ে তোমার নামেই তপ্পন করব বলে রাখলুম, হুঁ!