Skip to main content

ছাত্র হোয়াটসঅ্যাপে প্রশ্ন লিখে পাঠালো, স্যার নাস্তিক চলন কি?

প্রশ্ন দেখে ঘাবড়ালাম। নাস্তিক মানুষের চলন নানাবিধ। কেউ ঈশ্বরকে যুক্তিতে না পেয়ে নাস্তিক। কারোর ঈশ্বরের অস্তিত্বে অস্বস্তি, সে আরেক ধরণের নাস্তিক। আবার কেউ কেউ সিজন, লোকেশান, কমিউনিটি অনুযায়ী কখনও আস্তিক, কখনও নাস্তিক।

ছাত্রটি কি জিজ্ঞাসা করছে তবে? আর এ সব আমাকেই বা জিজ্ঞাসা করছে কেন? আমার যদিও ধর্ম, দর্শন চর্চায় উৎসাহ আছে, কিন্তু সে বিষয়ে শিক্ষকতা তো করি না। তবে?

একটু ভেবে আবিষ্কার করলাম, ছাত্র জানতে চেয়েছে, ন্যাস্টিক চলন কাকে বলে। তবে, শুধুমুধু ঘাবড়ে দেওয়া!