সৌরভ ভট্টাচার্য
21 November 2015
যত ভয় ভাবনা ব্যর্থতা অক্ষমতা
মনের এ কোণ, সে কোণ থেকে
সব ঝেঁটিয়ে -
ঝেঁটিয়ে ঝেঁটিয়ে কেঁদে কঁকিয়ে
এনে ফেলি সিংহাসনে রেখে
সামনে আমার ভগবান,
ইহকাল পরকাল
আছেন বরাভয় দিয়ে
মিষ্টি একগাল হেসে
কে হাসল? ওরে কে হাসলি?
এদিক ওদিক তাকাই
কেউ তো নেই
সামনে আমার ইহকাল পরকালের স্বামী!
আবার হাসি!
শুনি ভিতর থেকে হেসে উঠছে
আমার নাস্তিক অন্তর্যামী!