সৌরভ ভট্টাচার্য
17 July 2014
অনেক জঘন্য অন্যায় করতেও যে মানুষটার বুক কাঁপেনি
তাকেও কাঁদতে দেখলাম অসহায়, পাগলের মত,
নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য,
দেখলাম দুর্বলতম মানুষটার পায়ে হাত দিয়ে
ভিক্ষা করছে সে,
শুধু তার সন্তানকে একবার চোখে দেখবে বলে।
কোন অন্যায় পথেই যে মানুষটা পা বাড়ায় নি সারাজীবন
মাথা নীচু করে নি কোন প্রলোভনের কাছে,
তাকেও দেখলাম নীতি থেকে বিচলিত হতে
সন্তানের স্বার্থ মেটাতে, তার সুখের জন্য,
আত্মমর্যাদা বিসর্জন দিয়েও।
নাড়ীর টান প্রাণের গভীরতম শিকড়ের সাথে বাঁধা, জানি
সে টানের গতি কখোনো উপরে কখোনো নীচে-
বিভ্রান্তিতে পথ খুঁজে মরে আলোছায়ার চেনা অচেনা পথে।
এও সহ্য হয় দেখেছি।
দেখেছি অসহ্য নীরব যন্ত্রণা
সব শেষে-
যখন সেই সন্তানকেই আবার নতুন করে চিনতে হয় কোন এক বাঁকে এসে।
দীর্ঘশ্বাসই শুধু দীর্ঘ হতে থাকে বাকি জীবন,
আর কি?
তাকেও কাঁদতে দেখলাম অসহায়, পাগলের মত,
নিজের সন্তানকে কাছে পাওয়ার জন্য,
দেখলাম দুর্বলতম মানুষটার পায়ে হাত দিয়ে
ভিক্ষা করছে সে,
শুধু তার সন্তানকে একবার চোখে দেখবে বলে।
কোন অন্যায় পথেই যে মানুষটা পা বাড়ায় নি সারাজীবন
মাথা নীচু করে নি কোন প্রলোভনের কাছে,
তাকেও দেখলাম নীতি থেকে বিচলিত হতে
সন্তানের স্বার্থ মেটাতে, তার সুখের জন্য,
আত্মমর্যাদা বিসর্জন দিয়েও।
নাড়ীর টান প্রাণের গভীরতম শিকড়ের সাথে বাঁধা, জানি
সে টানের গতি কখোনো উপরে কখোনো নীচে-
বিভ্রান্তিতে পথ খুঁজে মরে আলোছায়ার চেনা অচেনা পথে।
এও সহ্য হয় দেখেছি।
দেখেছি অসহ্য নীরব যন্ত্রণা
সব শেষে-
যখন সেই সন্তানকেই আবার নতুন করে চিনতে হয় কোন এক বাঁকে এসে।
দীর্ঘশ্বাসই শুধু দীর্ঘ হতে থাকে বাকি জীবন,
আর কি?