Skip to main content

 
সেদিন ভগবান রাস্তা খুঁজছিলেন
দেখলেন তাঁর নামে-
মঠ আছে, বই আছে, ছবি আছে
সাধু আছে, নিয়ম আছে, সভা আছে
সব খুঁজলেন তন্ন তন্ন করে,
কোথাও তাঁর নামে একটাও
হৃদয় খুঁজে পেলেন না।

একটি বালককে পেলেন
যার হৃদয় রাঙা তাঁর নামে।
বললেন- যাও বৎস, শুনাও জগৎকে
আমার নাম, আর শুনাও ধর্মের মর্মবাণী।

নানকজী শোনালেন দৈববাণী-
জগতে একই প্রভু, সত্য যাঁহার নাম
জপো তাহা, সৎ রাখিয়া নিজ কাম
করো দান দরিদ্রেরে-জেনো এই ধর্ম সার
ধর্মাড়ম্বর ত্যাজ, ত্যাজ সর্ব পাপাচার।