Skip to main content

একজন আমায় বলল, "প্রভুর নাম করো"
আমি বললাম, "কেন করব? সে আমার নাম করে

কখনো?" লোকটা চমকে উঠল,
বিস্ফারিত নেত্রে বলল, "স্পর্ধা!"
বলে, রেগে চলে গেল হনহন করে।


আমার হাসি পেল
মনে মনে বললাম,
"আমার নাম তার বুকে বলেই তো
তার নামে আমার সহজ অধিকার
না হলে প্রেম জন্মাতো কি?!
সে তো হত নামের ব্যবসা।"

Category