শুনলাম তোমাদের নাকি অ্যাডজাস্ট হচ্ছে না?
কেন বলো তো?
তোমাদের নাকি একে অন্যের উপর প্রচুর অভিযোগ!
হয় তো সে সব সত্যি
হয় তো তোমরা আগের মত
নিজেদের মধ্যে কথা বলো না
হয় তো তোমরা নিজের মনে মনে
একে অন্যের মূর্তি বানিয়ে লড়াই করো
হয় তো ক্ষমাও চাও
হয় তো ক্ষমা চাওয়াও
সবই হয় মনে মনে
কিন্তু বলতে পারো না
আসলে তোমাদের নাকি অ্যাডজাস্ট হচ্ছে না
আমি শুনলাম
আমি কষ্ট পেলাম
যেদিন এই পৃথিবী তপ্ত গোলাকার ছিল
প্রচুর বৃষ্টি হয়েছিল নাকি বছর বছর ধরে
যেদিন নাকি প্রাণের সৃষ্টি হয়েছিল
সেদিন সব ছিল একমাত্রিক
হয় থাকো, নয় যাও
এমনই ছিল বিধান
কত জীবন এলো গেলো
তারপর এলো মন
কি বিচিত্র সে বলো!
তোমরা নিজেরাও তো বোঝো
সকালের মনের সঙ্গে বিকেলের মনের
হয় না বোঝাপড়া
এক মানুষেই এমন জটিলতা
তোমরা তো এখানে দুজন মানুষ
এতই কি সোজা বলো?
দুই মনের তাল মিলিয়ে
খাপে খাপে
ধাপে ধাপে চলা?
নয় তো বলো?
তোমাদের নাকি অ্যাডজাস্ট হচ্ছে না
সেটা বড় কথা নয়
তোমরা অ্যাডজাস্ট করার চেষ্টা ছাড়ছ না তো?
ওইটা ছেড়ো না
যতদিন ভালোবাসা
শিলের বুকে নোড়ার মত
ঘষে ঘষে যায়
হাল ছেড়ো না
অহংকারটা বাটতে বাটতে গুঁড়িয়ে যায়
ভালোবাসা বড় নাছোড়বান্দা
অভিমানী জানি
তবু নিজেকে নিয়ে
বুকের ভিতর
গলতে ভুলো না
জীবন মানে আর কি বলো?
ছেড়ে গেলে তো ছেড়েই গেলে
যদি থাকতে পারলে
সেই বড় কথা
সার্থক হোক জীবন
যদি ভালোবাসা একরত্তিও থাকে
সব বেঁচে যাবে
বিশ্বাস রাখো
সব বেঁচে যাবে
শুধু বুকের ভিতর
তফাতে তফাতে
সরে থেকো না
আর থেকো না
আর থেকো না
আর থেকো না
কে বলল
তোমাদের নাকি অ্যাডজাস্ট হচ্ছে না?