sumanasya
19 July 2024
টেবিলে চায়ের কাপের দাগ সহ্য হয় না?
নাকি অন্য কিছু একটা সহ্য হয় না বলে চায়ের কাপের দাগ সহ্য হয় না।
মাঝে মাঝে সব কথাকে, "এত কথা, এত কথা" মনে হয় কেন?
নাকি এমন কোনো একটা কথা বিঁধে আছে যে, সব কথাকেই, এত কথা... এত কথা বলে মনে হয়।
সামনে সব কিছু এত অন্ধকার কেন?
নাকি এমন কিছু আড়াল করে রেখেছে সামনে, এত অসঙ্গতভাবে
সব কিছু মনে হয় আড়ালে চলে গিয়ে অন্ধকার।
সমস্ত দিন রাত, এত নিরাশ, এত হতাশ কেন?
নাকি এমন কোনো অসঙ্গত আশা
সারাটা দিন রাত পাখার পালক ছড়িয়ে ছড়িয়ে
সব আশাকে করে রাখছে পূতিময়
[19 July 2024]