নৈতিকতার উৎস সহানুভূতি আর সহমর্মিতা। যার থেকে বিচ্যুতির ভয় মনুষ্যত্ব হারানোর ভয়, অমৃতত্ব হারানোর নয়।
সমস্ত ধর্মের উৎস ভয়। তার ওপর খানিক নৈতিকতার প্রলেপ। ধর্মের চূড়ান্ত ভয় অমরত্ব হারানোর, মনুষ্যত্ব হারানোর না।
তাই ধর্মকে প্রাধান্য দিলে নৈতিক জীবন ধ্রুব হওয়া শক্ত। পুরষ্কারের লোভ অথবা ভয়ের তাড়না কোনোটাই নৈতিক জীবনের স্থায়ী ভিত গড়তে পারে না। ঈর্ষা, হিংসা, ক্রুরতা আসবেই। তাই ধর্ম আর নৈতিকতা কোনোদিন কোনো অর্থে একসাথে চলতে পারে না যদি না কোনো একটার মধ্যে কিছুটা গোঁজামিল ঢোকানো না যায়।
একজন অকপট সাহসী মানুষের ধর্ম বলতে যা থাকে যা শুদ্ধ নৈতিকতা ছাড়া আর কিচ্ছু না। তা নাস্তিকতাও না, আস্তিকতাও না। কারণ সে প্রসঙ্গ অনাবশ্যক সেখানে। হাওড়ার কোন পাড়ায় কুতুব মিনার - এ প্রশ্ন যেমন অবান্তর, এ প্রশ্নই তেমন।
তাই ভয়কে দূর করার আশ্বাস দেন ধর্মগুরু। আর ভয়ের কারণকে দূর করার পথ দেখান দার্শনিক।
সৌরভ ভট্টাচার্য
19 July 2017