তখন দৈনন্দিন সূর্যাস্তের সময়
পুবের অন্ধকার
ক্রমশ চাদরে ঢাকতে ঢাকতে এগোচ্ছে
পশ্চিমের দিকে,
সেখানে তখনও
আকাশে শেষরঙের "ঘরে যাব না" বায়না
"সমস্ত দিনটা শেষ হল তবে?" নিজের অজান্তেই বললাম
সন্ধ্যা হাওয়া সরষে ক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল
দামাল কিশোরের মত, সে বলল -
"জানো না, মৃত্যু চিরকাল নৈর্ব্যক্তিক
আনন্দের মত"