সৌরভ ভট্টাচার্য
6 February 2018
অস্তিত্বের অর্থহীনতা যখন পাপোশে শুয়ে
থাকা বেড়ালের মত রোদ পোয়াচ্ছে
তখন সব গভীরতাই অন্ধকার
সব ব্যঞ্জনবর্ণ দূরে দূরে
শ্মশানযাত্রীর মত অপেক্ষায়
সামনে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে স্বরবর্ণেরা
অন্তরতম শ্বাস বৈধব্যের বেশে শূন্যদৃষ্টি
নভোচারী স্বপ্নেরা রামধনুর বুকে
সূর্যের প্রখর তাপে নির্বাণের অপেক্ষায়
তখন সব গভীরতাই অন্ধকার
সব ব্যঞ্জনবর্ণ দূরে দূরে
শ্মশানযাত্রীর মত অপেক্ষায়
সামনে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে স্বরবর্ণেরা
অন্তরতম শ্বাস বৈধব্যের বেশে শূন্যদৃষ্টি
নভোচারী স্বপ্নেরা রামধনুর বুকে
সূর্যের প্রখর তাপে নির্বাণের অপেক্ষায়