Skip to main content
অস্তিত্বের অর্থহীনতা যখন পাপোশে শুয়ে 
থাকা বেড়ালের মত রোদ পোয়াচ্ছে
  তখন সব গভীরতাই অন্ধকার
    সব ব্যঞ্জনবর্ণ দূরে দূরে
        শ্মশানযাত্রীর মত অপেক্ষায়
 সামনে ধীরে ধীরে পুড়ে যাচ্ছে স্বরবর্ণেরা
        অন্তরতম শ্বাস বৈধব্যের বেশে শূন্যদৃষ্টি
 
  নভোচারী স্বপ্নেরা রামধনুর বুকে
        সূর্যের প্রখর তাপে নির্বাণের অপেক্ষায়

Category