sumanasya
22 July 2024
ক্যাডবেরির শূন্য খোলা
ভরে আছে শ্রাবণের বৃষ্টিতে
যেন সবটা খায়নি কেউ
ফেলে গেছে ভুলে
কিম্বা অরুচিতে, বা করুণায়
ঝুঁকে তুলে নিল কাগজকুড়ুনি
উপুড় করতেই
তার হাত ভরে গেল বৃষ্টিধরা জলে
যে জলে ভিজেছে খানিক আগেই
আপাদমস্তক সে
সে তবু ক্ষুব্ধ হল না। রাগ করল না। এমনকি দুঃখেরও লেশমাত্র ছায়া পড়ল না মুখে।
আবার রেস্টুরেন্টের বন্ধ দরজার দিকে তাকিয়ে বসে থাকল
উপেক্ষাগুলোকে উপেক্ষা করে
নগ্ন সত্যে আঁকা দুই ফালি তার চোখ
শ্রাবণ পূর্ণিমার চাঁদকে যাচ্ছে পুড়িয়ে