(মামুর জেনারেশন যে ভাষায় কথা বলে)
আমার জন্য তোমায় সময় বার করতে হবে না
মাঝে মাঝে টেক্সট কি হোয়াটসঅ্যাপ করেও খোঁজ নিতে হবে না,
ফোন তো দূরের কথা!
ইনস্টা কি ফেসবুকে ফলো কি রিয়্যাক্ট করতে বলেছি নাকি!
একদম না!
অনলাইন হও না যত খুশী
তোমার গায়ে লাগা
সবুজ বিন্দুতে আমার বুক পুড়লেও
আমি বলি কিছু?
আমার ছবিতে জাগা
সবুজ বিন্দু তো
তোমার চোখেই পড়ে না,
না না
আমায় তা বলে পিং করতে হবে না
অকারণ
না না না
আমি তো তোমার
'অকারণ' নই!
জানি
যদিও এ সবই তুমি করো আমি চাই,
করো না বলে
আমিও চাই
আমিও কিছু মনে করব না
সবটুকু অন্তর কার নিজের হাতে থাকে বলো?
তবু যতটুকু অন্তর কুলায়
আন্তরিক ভাবেই চাই
মনে করব না
কিন্তু নিজের সঙ্গে নিজে পেরে উঠি না
তোমার অনলাইনের সবুজ আলোয়
পুড়তে পুড়তে
মরুভূমি হয়ে গেছি
মরীচিকাকে আত্মীয় করে
ব্লক করব?
ভেবেছি অনেকবার
ফোনের নোটিফিকেশন আটকিয়ে শুধু
কি হবে বলো!
মনের মধ্যে নোটিফিকেশন
অনবরত!
টিং টিং টিং
যেন শেষ ক্লাসের ঘন্টা পড়েনি কতকাল!
আটকে আছি
বন্দী হয়ে
অথচ চাইলেই স্কুল পালানোও তো যায়!
চুপ করে আছি
চুপ নই তবু
তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে
তোমার দিকে তাকিয়ে বসে
বারোটা মাস!
রিচার্জ ফুরায়
ডেটা ফুরায়
তবু
সবুজ আলো
অবাধ্য অনড়
অনাকাঙ্ক্ষিত
ভালোবাসা
বিনা মাইনের ভাড়াটে যেন
কি উৎপাত
কি উৎপাত
রাস্তা ভুলে হারিয়ে আছি
সঙ্গে আছে
নাছোড় এক
গোলমেলে কম্পাস