সৌরভ ভট্টাচার্য
21 December 2015
বাসনাগুলোকে নাবিক করেছি। খালাসির কাজে ছিল ওরা। তাদের দিলাম নাবিকের ভার।
জাহাজ এগোয় একবার পূবে। একবার পশ্চিমে। কখনো উত্তরে। কখনো দক্ষিণে। কি করে এগোবে সহজ পথে? এক বাসনার সাথে আরেক বাসনা সহমত হয় কখনো? কেউ দেখে এক মিটার, কেউ দেখে এক মাইল। আর কেউ কি ঠিক দেখে? কেউ দেখে হলদেকে লাল, কেউ নীলকে দেখে খয়েরী। সোজা সহজ আসলটিকে আর কেউ দেখে না। ওরা নিজেদের মধ্যে খেয়োখেয়ি করবেই। আর সেই ঘোরতর অব্যবস্থায় দিশাহীন আমার জাহাজ।
আমার নাবিককে ডাক দিয়েছি দোহাই পেড়ে। সে আসবে। ধরবে হাল। বাসনাগুলো খালাসি হয়ে নামবে কাজে। নাবিককে দেব জাহাজের ভার। নাবিক চিনবে ধ্রুবতারা। জাহাজ চলবে ছন্দে।