Skip to main content
anirban

কথা বলতে বলতে মনে হল, 
যা বলছি, 
     সে আমার কথা নয়। 

থেমে গেলাম। 

তোমার চোখের উপর চোখ রাখলাম। যেন কান রাখলাম শাঁখের বুকে। সমুদ্রহীন সাগর গর্জন। 

বলতে গেলাম, 
    ছেড়ে যেও না। মরে যাব। 

তখন তুমি অনেক দূরে। 
কখন গেলে? 
    মিলিয়ে যাচ্ছ ধীরে ধীরে।

বুঝলাম না, 
মেঘ
   না 
       আকাশ হারালাম? 

এক বিন্দু শিশির ছুঁলো কপাল
পায়ের আঙুলে 
     ঘাসের আদর

 ফিরে এলাম
    নাকি
         ঘর হারালাম?

(ছবি - অনির্বাণ কর)

Category