সৌরভ ভট্টাচার্য
3 December 2015
আমি যে ঠিক প্রতিশোধ নিতে চাই
তা না
আমি যে ক্ষমা করেছি সম্পূর্ণভাবে
তাও না
তোমাতে আমার যে গভীর ঘৃণা
তা না
তোমাতে আমার যে গভীর ভালবাসা
তাও না
তোমায় ছেড়ে যে দূরে চলে যেতে চাই
তা না
তোমার ছায়ায় নিজের ছায়ার স্পর্শ চাই
তাও না
আজ তুমি,
অতীত বর্তমানের মাঝে আছো দাঁড়িয়ে
আলপথের মত
অথচ, তুমি রাজপথের মত হতে পারতে
জীবন মরণকে ছুঁয়ে