Skip to main content

 
অনুমান করি, অনুভব করার চেষ্টা করি
তবু তোমার শোককে ছোঁয়ার মত ক্ষমতা আমার কোথায়?
নদীর ঝড় দেখেছি, পড়েছি সে দুর্বিপাকে
ভয়ে নৌকা পাড়ে ভিড়িয়েছি তক্ষুনি
কিন্তু তোমার মত জাহাজ নিয়ে মাঝ সমুদ্রের ঝড়ে পড়িনি তো কোনোদিন,
হারাইনি তো এক লহমায় সব কিছু-
তবে তোমায় আমি কি মিথ্যা প্রবোধ দেব!
তবু তুমি বল, আমি না বুঝলেও তুমি বলো
তুমি হাল্কা হবে আমি বোঝার চেষ্টা করলেই
                            না বুঝলেও।

Category