Skip to main content

অনেকেই একসাথে চলতে চেয়েও পারে না
বিশ্বাস করতে পারে না একটা রাস্তাই নিয়ে
যেতে পারে গন্তব্যে
তাই এক রাস্তার পাশাপাশি অনেক রাস্তায় চলে
ছায়া-উপচ্ছায়ায়
ভাবতে থাকে এই ভাবেই পৌঁছাবে গন্তব্যে
যদিও একটা গন্তব্যে বিশ্বাস রাখতে পারে না কোনোদিন
তাই পাঁচ মাথা গলির মত পাঁচটা গন্তব্য তার সামনে
তাদের কোনোটাকেই সে চাইবে না ঐকান্তিক
একই সাথে অনেকপথে অনেক গন্তব্যে পৌঁছাতে
চেয়ে আজ শুধুই সে বিশ্বাসঘাতক
পথিকও না সহযাত্রীও না

Category