Skip to main content
===
গোলাপটা সাবানজলে কেচে
রোদে শুকাতে দিয়েছে দেখলাম
কাচাকাচির পরে,
চড়া রোদের তাপে
উজ্জ্বলতায় ফেটে পড়ছে যেন
কৃত্রিম না হলে
এতটা নির্লজ্জ কেউ হতে পারে?
 
 
==
পাথরের সামনে রাখা ফুল
পাথর না
ঈশ্বরের প্রতীক
প্রতীক না হলে
সে সহ্য করতে পারে?
 
 
===
আমার বাইরে যে আমি
তোমার সাথে মাঠে ঘুরে
ধুলোপায়ে যখন ঘরে ঢোকে
আমি তার গায়ে
তোমার গন্ধ পেয়ে বলি
সব মিথ্যা, ছল!
পরেরদিন আবার তাকে সাজাই
ফুল দিই না সাথে
কলঙ্কের টিকা লাগিয়ে দিই কপালে
সে ফিরে আসে
আমার কলঙ্ক বাড়ে
একদিন দিলাম চন্দনের টিপ,
কয়েকদিন পরে
আমার বাড়ির পাশে
জন্মালো চন্দন গাছ
না জানি কি করে

Category